
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি লিয়ন বাবুকে (২২) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের অভিযানে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিয়ন উপজেলার চাঁদপাড়া গ্রামের নয়াপাড়া (পূর্বপাড়া) এলাকার মো. নান্নু মিয়ার ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন থেকে কিশোরীকে অপহরণের অভিযোগে তার পরিবার গত ১১ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাবের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লিয়ন বাবুকে গ্রেফতার করে এবং তার দয়া তথ্যমতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের ও উদ্ধারকৃত কিশোরীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]