
রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এদিন রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। পরে রাত ৯টার দিকে হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ইব্রাহিম। এসময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়৷ খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে হেফাজতে নেয়।
সেনাবাহিনী জানায়, আটকরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]