গোপালগঞ্জে
'পুলিশের গাড়িতে ভাঙচুর' দাবিতে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের পুরোনো দৃশ্য প্রচার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৫
'পুলিশের গাড়িতে ভাঙচুর' দাবিতে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের পুরোনো দৃশ্য প্রচার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে গণমাধ্যমের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ’গু’ন ও ভা’ঙ’চু’র”।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর প্রথম দিককার ফুটেজটি আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনার নয় বরং, গত বছরের ১০ আগস্ট গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের পুরোনো দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে “দৈনিক ভোরের পাতা’ নামক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে “গোপালগঞ্জে আ. লীগের মিছিল থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল” শীর্ষক ক্যাপশনে গত ১১ আগস্টে প্রচারিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে এক পর্যায়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির প্রথম দিককার নারীর সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের দৃশ্যের মিল পাওয়া যায়।


দৃশ্যটির প্রেক্ষাপট সম্পর্কে ভিডিওটিতে বলা হয়, “গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল (১০ আগস্ট, ২০২৪) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইট পাটকেল ছুঁড়তে থাকে, একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়৷ এ ঘটনায় ৫ জন সেনা সদস্য সহ ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।”


উল্লেখ্য যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে আরো কিছু ফুটেজও সংযুক্ত করা হয় তবে সেসব ফুটেজের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য জানা যায়নি।


সুতরাং, গত বছরের ১০ আগস্টে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের পুরোনো দৃশ্যকে আজ (১৬ জুলাই) গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com