
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জে কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্যই এ সিদ্ধান্ত কার্যকর। অন্যান্য জেলার শিক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে অন্যান্য কিছু বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জে ওই সময় কোনো পরীক্ষা ছিল না। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]