ঝিনাইদহে জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২৩:৪৩
ঝিনাইদহে জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই-২৪ এ ছাত্র -জনতার গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি, হত্যা, ধর্ষণ, জুলাই গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মোমবাতি প্রজ্বলন করে ঝিনাইদহ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ।


বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা বাসদের অহবায়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ,জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শারমিন সুলতানা,কেসি কলেজ ছাত্র ফ্রন্টের প্রতিনিধি নুসরাত জাহান সাথী,জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের সদস্য মুক্তা, রাফসান, যুবায়ের সহ সংশ্লিষ্টরা।


মোমবাতি প্রজ্জ্বলনকালে বক্তারা বলেন, জুলাই গণহত্যাকারীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে দেশে হত্যা, ধর্ষণ রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com