জামালপুরে
ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড জব্দ, আটক ২
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২৩:০৩
ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড জব্দ, আটক ২
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধ পথে আসা ভারতীয় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড জব্দ ও বহনকারী মাইক্রোবাসসহ দুই চোরাকারবারী আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ এর একটি আভিযানিক বিশেষ টিম।


বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কার্যালয়ে প্রেসব্রিফিং এ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানিয়েছেন, বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল।


গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৫ টায় জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়।


এসময় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২জনকে আটক করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০হাজার টাকা। পাশাপাশি হাইস ড্রাইভার সাদ্দাম হোসেন(৩২) ও আবুল খায়ের(২২) নামের ২জনকে আটক করা হয়।


আটককৃত ড্রাইভার সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার আসাদুজ্জামান এর ছেলে।


জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরও জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ওসমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com