আবু সাঈদ স্মরণে পঞ্চগড়ে জাসদের আলোচনা সভা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২১:৩০
আবু সাঈদ স্মরণে পঞ্চগড়ে জাসদের আলোচনা সভা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৪ শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।


১৬ জুলাই, বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আলী আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। সভার শুরুতেই আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


নাজমুল হক প্রধান বলেন, ‘প্রথমবারের মতো আজ দেশজুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।


জুলাই শহীদরা বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জুলাইয়ের চেতনা নিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, সমতা, সুশাসন, দুর্নীতি, চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। জুলাইর স্বপ্ন বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। মব সন্ত্রাস করে নির্বাচন অনুষ্ঠানের অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই।


সাজ্জাদ আলম ভুট্টোর সঞ্চালনায় সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, আজহারুল ইসলাম জুয়েল, শামুস কিবরিয়া প্রধান, শেখ সাজ্জাদ হোসেন, মফিদার রহমান মঞ্জুসহ জেলা উপজেলা নেতারা বক্তব্য দেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com