‘পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত’
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:২৭
‘পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক গণমাধ্যম প্রত্যাশিত সাংবাদিকতা করেনি। যদিও গণমাধ্যম এখনও চাপমুক্ত নয়।


১৬ জুলাই, বুধবার রাজধানীর উত্তরায় একটি গণমাধ্যমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আমীর খসরু বলেন, গণতন্ত্র এবং গণমাধ্যমকে হাতে হাত মিলিয়ে চলতে হয়। বিএনপি গত ১৬ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ফেরত দেওয়ার রাজনীতি করেছে।


তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হলো পরস্পর সম্মানবোধ। দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষা। তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই তিনটা ভিত্তির উপরে আমাদের প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রের সহিষ্ণুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অপরের প্রতি সম্মান রাখতে হবে। ভিন্নমত পোষণ করেও কিন্তু সম্মান রাখা যায়, কোনো অসুবিধা নেই। আজকে প্রত্যেকটি দলের ভিন্নমত আদর্শ তাদের ভাবলা চিন্তা আছে সেটা তারা প্রমোট করবে। এবং সেই জায়গায় ডিফারেন্স থাকবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com