
গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করে জাতীয় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ‘ব্লকেড’ (অবরোধ)। তবে সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ছাড়লে এই কর্মসূচি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।
১৬ জুলাই, বুধবার সন্ধ্যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই নির্দেশ দেন।
নাহিদ ইসলামের বরাত দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লিখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]