নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১
নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের তিন এ কথা বলেন। এসময় চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিস্তারিত খোঁজ খবর নেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। দেশের বাইরে পাঠানোর কথা বললেও এখনো পাঠানো হয়নি। এতে হতাশা রয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক।


তিনি আরও বলেন, নুর ভালো হয়ে আবার ফিরে আসুক, সেটাই চাই। কিন্তু লক্ষ্য করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখা উচিত এগুলো কোথা থেকে হচ্ছে। না হলে বুঝতে হবে সরকার নিজেই তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। মাজার ভাঙাসহ নানা অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। নির্বাচন সামনে রেখে এ রকম ঘটনা আরও ঘটতে পারে। এক শ্রেণির মানুষ চায় নির্বাচনই না হোক। দেশ এখন স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com