
টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘাটান্দী এলাকায় লোকমান ফকির মহিলা কলেজের সামনে একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা, নগদ এক লাখ ২৬ হাজার টাকা এবং গাঁজা মাপার মেশিন।
আটককৃতরা হলো— গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) এবং তার স্ত্রী তানিয়া আক্তারী (৩৬)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দম্পতিটি ভূঞাপুর পৌর এলাকার লোকমান ফকির কলেজের সামনে নাজমুল হকের ভাড়া বাসায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিধিমোতাবেক ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]