সারাদেশ
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীরতায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলার কাড়ারগাতি এলাকায় অবস্থিত সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল।


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোঃ গোলাম কবির। তিনি আলোচনা করেন রাসূলুল্লাহ (স.)-এর জীবনের শিক্ষা ও তাঁর মহান চরিত্রের উপর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুলতানশাহী কেকানিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা নাসির আহমাদ।


এছাড়াও, শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও নবীজির আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উপলক্ষ্যে মহানবী (স.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com