পঞ্চগড়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র‍্যালি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
পঞ্চগড়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র‍্যালি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র‍্যালি, মিলাদ কিয়াম, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সবুজ ও সাদা পতাকা সন্মিলিত একটি বনাঢ্য র‍্যালি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্তর থেকে বের হয়।


র‍্যালিটি শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-তেঁতুলিয়া রোডের লিচু তলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনার পর মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে র‍্যালির সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আ.ন.ম আব্দুল করিম।


পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা:) উদযাপন কমিটি ও খান বাহাদুর মোখরেছুর রহমান দারুচ্ছুন্নাত আলীম মাদ্রাসা এই র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের আয়োজন করেন।


এসময় র‍্যালি আলোচনা, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতে তেলিপাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা, দাওয়াতে ইসলামী বাংলাদেশ, আল মুজাহিদ ফাউন্ডেশনসহ ১২ টি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দরবারের নবী প্রেমী আশেকান, জাকেরান, মুরিদানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com