নীলফামারীর ডিমলায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২৩:৫৩
নীলফামারীর ডিমলায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সময় কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) ওয়াসিম ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী মশিউর রহমান, আবেদনকারী, সাংবাদিক উপস্থিত ছিলেন।


লটারিতে শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্যে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্ত্বরের ৩ জন আবেদনকারীর মধ্যে তৈয়ব আলী, ইসলামিয়া কলেজ মোড়ে শুধুমাত্র ১ জন আবেদনকারী থাকায় সেই বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম নির্বাচিত হন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা বলেন, ৩ টি ডিলারির জন্য ১৭ জন্য আবেদন করেন।যার মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের আবেদন বাতিল হয়।বৈধ আবেদনকারী ১৪ জনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/সুজন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com