
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও এনসিপির সমর্থকেরা। এতে রাস্তার একপাশের যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৪০ থেকে ৫০ জনের একটি দল। এসময় নেতাকর্মীরা ‘হই হই রইরই, আওয়ামী লীগ গেল কই, গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে। গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবশেষ চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১৪ ধারা জারি করা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]