মিটফোর্ডে সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারী রিজওয়ান গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৬:৫৪
মিটফোর্ডে সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারী রিজওয়ান গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বুধবার (১৬ জুলাই) এ তথ্য জানান।


তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ডিএমপি।


রিজওয়ানকে নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত নয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।


ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com