গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ : ০২ জুন ২০২৫, ২০:৩৩
গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান।


সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


গত ২৮ মে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ ৩ জুন পর্যন্ত চলবে। সারা সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পুষ্টি সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও তথ্যবহুল কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল নাসের আহাম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. হারুণ উর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ, স্যানিটারি ইনস্পেক্টর শাহাদৎ হোসেন, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এবং সাংবাদিক ফারুক আহাম্মেদ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুস্থ ও সক্ষম জাতি গঠনে পুষ্টি বিষয়ক সচেতনতা অপরিহার্য। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী এবং প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।”


অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ইমাম, সমাজসেবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ সকল অংশগ্রহণকারী ও সহযোগীকে ধন্যবাদ জানান।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com