মাওলানা রহিস উদ্দিনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশ : ০২ মে ২০২৫, ১২:৫৫
মাওলানা রহিস উদ্দিনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে মব সৃষ্টি করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া দরবার শরীফের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নেছবতে শাহ এনায়েতপুরী রঃ এর জাকেরবৃন্দ।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন, মাওলানা বুলবুল ইসলাম, মো.ঈসমাইল হোসেন,নজরুল ইসলাম প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, বলাৎকারের অভিযোগে যেভাবে মাওলানা রহিস উদ্দিনের উপর হামলা করেছে তা এই নতুন বাংলাদেশে সম্ভব কিনা জানি না।আমরারিস উদ্দিনের উপর হামলা কারীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।


এই হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার নাহলে কঠিন আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন।


এসময় নেছবতে শাহ এনায়েতপুরী রঃ এর প্রায় ৫শতাধিক এর অধিক জাকেরবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবাতা/ইমরুল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com