
পিরোজপুরের ইন্দুরকানীতে মানছুরা আকতার (১২) বছরের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩০ এপ্রিল, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের থানার দক্ষিন পাশে স্কুল ছাত্রীর নানা শহিদুল বেপারীর বাড়ির সামনে নির্মাণাধীন সুবাস মন্ডলের বাড়ির ছাদে রডের সাথে কাপড় শুকানোর দড়িতে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় স্কুল শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করা হয়। মানছুরা আকতার উপজেলা কালাইয়া গ্রামের খলিল হাওলাদার এর মেজো মেয়ে ও ইন্দুরকানী সেতারা স্মৃতি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্কুল শিক্ষার্থীর নানা শহিদুল বেপারী বলেন, সকালে নাতনি তার বন্ধুদের সাথে খেলতে ঘর থেকে প্রতিদিনের মতো রাস্তায় বের হয়। পরে খেলাধুলা করে দুপুর ১২ টার দিকে বাসায় এসে খাবার খেয়ে আবার খেলতে বের হলে ওর মা রাস্তায় যেতে নিষেধ করলে তার কথা না শুনে পুনরায় ঘর থেকে বেরিয়ে যায়। তবে প্রতিদিনের মতো খেলতে বের হওয়ায় আমরা কেউই ওরে আর খুঁজতে বের হইনি। কিন্তু বিকেলে ৪ টার দিকে আমার চাচাতো ভাই-এর ছেলের বউ আমার নাতনিকে সুবাস মন্ডলের নির্মাণাধীন বাড়ির ছাদে গলায় ওড়না পেছানো হাটু ঘেঁষে বসা থাকা অবস্থায় দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা তখন ছাদের উপরে কাপর শুকোনো দড়ির সাথে ওড়না পেছানো অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের আনা হ। বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। পরিবারের কারোর কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তাছাড়া প্রাথমিক ভাবে এখনো বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]