
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে (GAP গুড এগ্রিকালচার প্রাকটিস) উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে চাষ হচ্ছে বিষমুক্ত সবজি করলা। কোন প্রকার স্প্রে ছাড়া, জৈবসার ফেরমেন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন স্থানীয় কৃষক। এলাকার চাহিদা মিটিয়ে জেলার বাহিরে বিভিন্ন স্থানে সরবরাহ করার সম্ভাবনা রয়েছে এ সবজি।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা করলা প্রদর্শনী পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক গোলাম মোস্তফা জুবায়দুর রহমান, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়।
উপজেলার চলবলা ইউনিয়নের কৃষক মাসুদ রানা কৃষি বিভাগের পরামর্শে ১ একর জমিতে GAP পদ্ধতিতে বিষমুক্ত করলা চাষা করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। তার ১ একর জমিতে করলা চাষে খরচ হয়েছে ১ লক্ষ টাকা। তিনি আশা করছেন ৩ থেকে সাড়ে ৩ লাখ লাখ টাকা আয় হবে। বিষমুক্ত এই করলা এম আর এল টেস্টে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান কৃষি অধিদপ্তর।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, বাজারে কীটনাশক দেয়া করলা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। কিন্তু বিষমুক্ত করলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি। স্থানীয় বাজারসহ বিভিন্ন সুপারশপে বিক্রি হচ্ছে এই বিষমুক্ত করলা। ব্যাপক চাহিদাও ক্রেতাদের। উত্তম কৃষি চর্চার আওতায় বাস্তবায়িত করলা প্রদর্শনীতে গ্যাপের সকল প্রটোকল অনুসরণ করে চাষ করেছে ওই কৃষক। বিভিন্ন ধরনের ফাঁদ যেমন সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ব্যবহার করার ফলে কোন পোকা-মাকড় আক্রমণ করেনি এই করলায়। বাজারে এই নিরাপদ সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ব্যবহার করার ফলে মানুষের বিভিন্ন ধরনের জটিল রোগ দিন দিন বাড়ছে। তাই নিরাপদ খাবারের বিকল্প নেই।
বিবার্তা/হাসানুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]