
কুষ্টিয়ায় ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ১৮ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল এলএসডি মাদক ও বিভিন্ন প্রকারের জুয়েলারি সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব দ্রব্য উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ৮ বোতল ভারতীয় এলএসডি মাদক ও বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪কোটি ১৮ লক্ষ ১০ হাজার টাকা।
উদ্ধার হওয়া মাদক ও জুয়েলারি সামগ্রীর বিষয়ে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]