মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩
মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্রের নতুন কমিটি গঠন করা হয়েছে।


শনিবার (২০ ডিসেম্বর) মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন নগরীর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে আয়োজিত এক মিলনমেলায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন স্টেলান্টিসের ব্যবস্থাপক প্রকৌশলী সাইফ সিদ্দিকী (অনন্ত)।


সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফ সিদ্দিকী।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. মোজাহার হোসেন আহম্মদ,সাংগঠনিক সম্পাদক হিসেবে স্টেলান্টিসের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ড. মো. আব্দুল হালিম (সোহেল) মনোনীত হন। এছাড়া সিনিয়র কৃষিবিদ বেলায়েত হোসাইন এবং কৃষিবিদ আবু হোসাইন জুয়েলকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।


হাড় কাঁপানো শীত ও তুষারপাত উপেক্ষা করে আয়োজিত এই মিলনমেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্রাজুয়েটসহ বিভিন্ন ব্যাচের ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। বহু বছর পর সংগঠিতভাবে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, নস্টালজিয়া ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।


মিলনমেলায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের খুঁজে সংগঠনের আওতায় আনার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com