
৬ বছরের শিশু অভিজিত সরকার। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকায়। তার বাবার নাম উত্তম সরকার, মা টপি রাণী সরকার। সবকিছু স্বাভাবিক ছিলো। স্বাভাবিক জীবন ভালই কাটছিলো। বাবা, মা নিয়ে সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই দানা বাঁধে বিরল একটি রোগ। তারপর থেকে অভিজিৎ এর স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায়।
গত এপ্রিল মাসে ছোট্ট অভিজিতের শরীরে এক বিরল রোগ ধরা পড়ে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মালিহা হাকীম বলেছেন- এ রোগের নাম লিউকোডায়োসট্রফি। এ রোগে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। প্রস্রাবেও সমস্যা তৈরি হয়।
অভিজিতের বাবা উত্তম সরকার জানান, অভিজিতের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। ডা. মালিহা হাকীম তাদের জানিয়েছেন- অভিজিতের লিউকোডায়োস্ট্রফির উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে, এজন্য প্রয়োজন কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।
অভিজিতের দরিদ্র পিতা বলেন, আমি গার্মেন্টসে ছোট চাকরি করি। এত টাকা কোথায় পাব! তাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
অভিজিতের মা টপি রাণী বলেন, আমার একটাই সন্তান। একমাত্র সন্তান যখন বলে- ‘মা তোমায় আবার কবে দেখতে পাব’- তখন কষ্টে আমার বুক ফেটে যায়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আবেদন করলে সাধ্যমতো সহযোগিতার ব্যবস্থা করা হবে।
অভিজিতের সহযোগিতার জন্য তার মা টপি রাণীর ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখার ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯ সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য পাঠানো যাবে। এছাড়া সাহায্য পাঠাতে বিকাশ/ নগদ / রকেট নং ০১৭১০-৪৫৪৩২১ (ছেলের মা টপি রানী)।
ঘোষণা : বিবার্তা২৪ডটনেট সংবাদ প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। বিবার্তা২৪ডটনেট এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]