ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ভালুকার সাড়ে ৩ লাখ ভোটোরের জন্য প্রতি প্রার্থীর ৩৫ লাখ টাকা ব্যয় সীমা নির্ধারণ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৮
ভালুকার সাড়ে ৩ লাখ ভোটোরের জন্য প্রতি প্রার্থীর ৩৫ লাখ টাকা ব্যয় সীমা নির্ধারণ
ভালুকা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ১১ তম ভালুকা সংসদীয় আসনের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা। এতে প্রার্থী ও সংশ্লিষ্টদের জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়া সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।


নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ১১ ভালুকা আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। ভোটার তালিকা সংগ্রহের জন্য নির্ধারিত ট্রেজারি চালানের মূল্য ১০ হাজার টাকা এবং মনোনয়ন দাখিলের ক্ষেত্রে জামানতের চালান মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।


স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিশেষ শর্ত হিসেবে মোট ভোটারের এক শতাংশ অর্থাৎ ৩ হাজার ৫৮৭ জন ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া এই আসনে নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ ৮৬ হাজার ৫৯০ টাকা।


ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা প্রার্থী হতে আগ্রহী তাদেরকে পর্যাপ্ত সময় হাতে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মনোনয়ন ফরমে প্রার্থীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি প্রস্তাবকারী ও সমর্থনকারীর বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।


মনোনয়ন ফরমের সঙ্গে প্রয়োজনীয় সংযুক্তি হিসেবে হলফনামা, আয়কর রিটার্নের তথ্য, ব্যাংক হিসাবের বিবরণ, নির্বাচনি ব্যয়ের অর্থের উৎস সংক্রান্ত তথ্য, দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়নপত্র, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকা এবং ভোটার তালিকা সংগ্রহ ও জামানতের দুটি ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।


নির্বাচন কর্মকর্তারা আরও জানান, মনোনয়ন ফরমে কোনো ভুল বা নির্ধারিত স্থানে স্বাক্ষর বাদ পড়লে মনোনয়ন বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে ফরম সংগ্রহের পর ধীরে-সুস্থে সময় নিয়ে নির্ভুলভাবে পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফরম পূরণে যেকোনো ধরনের সহযোগিতার জন্য নির্বাচন অফিস প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।


উল্লেখ্য, মনোনয়ন ফরম দাখিলের সময় একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন একত্রে উপস্থিত থাকতে পারবেন। এবারের নির্বাচনে অনলাইনে নয়, সরাসরি উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে হবে।


সঠিকভাবে মনোনয়ন ফরম দাখিলের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এ সংক্রান্ত এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন ইউএনও মো. ফিরোজ হোসেন, ভালুকা, ময়মনসিংহ এবং সহকারী রিটার্নিং অফিসার, ১৫৬ ময়মনসিংহ ১১ ভালুকা।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com