
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে।
১৩ এপ্রিল, রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।
সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারে তাঁর একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ২৫ মার্চ রাতে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে তিনি রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি দোকান চালাতে ভয় পাচ্ছেন।
সাদ্দাম আরও বলেন, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সাত দিন পেরিয়ে গেলেও এখন মামলা নথিভুক্ত হয়নি। তিনি দাবি করেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী সরকার বলেন, ‘আমার সঙ্গে চলাফেরা করে এমন এক যুবক মাহিনের সঙ্গে সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকেই মারামারির ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। চাঁদা দাবির প্রমাণ থাকলে তদন্তে বেরিয়ে আসবে।’
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]