
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে পারিবারিক বিরোধ ও বিদেশ যাওয়া নিয়ে বিতর্কে চাচাতো ভাইয়ের হাতে জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন ।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শনু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় বাবুল ও তার চাচাতো ভাই জামালের সঙ্গে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় দু'জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে প্রতিপক্ষের ঢিলে জামাল গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]