
ইসরাইলি বর্বর বাহিনীর ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্মাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কবি আবদুল মান্নান সরকার, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবদুন নূর, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্বা আবু হুরায়রা,কমরেড নজরুল ইসলাম,ফয়সল আহমেদ ওয়াকার,মোশারফ হোসেন,সাফির উদ্দিন চৌধুরী রনি,আরমান উদ্দিন পলাশ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,অ্যাডভোকেট জাহাঙ্গির আলম,মোহাম্মদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর বাহিনী প্রতিদিন একের পর এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা নির্বিচারে মুসলিম নিধনে মেতে উঠেছে যা মানবতা বিরোধী একটি জঘন্যতম কাজ। অথচ জাতিসংঘসহ মুসলিম রাষ্ট্রগুলো নীরব ভূমিকায় রয়েছে। বক্তারা মানবতা বিরোধী এই অপরাধ বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলার পাশাপাশি মানবতা রক্ষায় জাতিসংঘ সহ বিবেকবান বিশ্ব সমাজকে দ্রুত পদক্ষেপ নেবার দাবি জানান।
বিবার্তা/নিয়ামুল /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]