
নড়াইলের নতুন বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক মাইক্রোবাস ড্রাইভার নিহত হয়েছে।
শনিবার (১২এপ্রিল) সকালে দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মুসা নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মাইক্রোবাস ড্রাইভার মোশারফ হোসেন মুসা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক ভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা কেউ বলতে পারেনি।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের
জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]