নরসিংদীতে
দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২৩:২৬
দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় ৬ষ্ঠ শ্রেণির ২ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ির মোড়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে ডিসি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক ইমরান, রাজ্জাক, আব্দুর রহমান, সাইফুল মিয়া, রমজান, কাইয়ুম ও তার দুই সহযোগী এলাকার চিহ্নিত অপরাধী। তারা বিভিন্ন অসামাজিক কাজসহ মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এতদিন তাদের অত্যাচারের পরও ভয়ে কেউ মুখ খোলেনি। কিন্তু দলবদ্ধ ধর্ষণের মতো এমন ঘৃণ্য কাজ হওয়ার পর এলাকাবাসীর ভয় কেটে গেছে। তারা ধর্ষকদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে এসেছে। অনতিবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দেওয়া হোক।


আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আইনের আওতায় আনা না হলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।


মানববন্ধনে ভুক্তভোগী একজনের বাবা বলেন, আমার মা মরা এতিম মেয়ে। সে এখনও বাচ্চাদের সঙ্গে খেলা করে। তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। আছিয়ার নির্যাতনের পর কঠোর আইন করা হলেও এই নির্যাতন বন্ধ হচ্ছে না। আমি মৃত্যুর আগে এই নির্যাতনের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চাই।


এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরআড়ালিয়া ইউনিয়নের সমাজসেবক আতাউর রহমান মিঠু, চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম জাজু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আলী মেম্বার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর আলম কাজী, পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান, জেলা ছাত্রনেতা সাব্বির ভূইয়াসহ এলাকার সর্বস্তরের জনগণ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com