পঞ্চগড়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২১:৫৬
পঞ্চগড়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী দখলদারদের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড়ের তৌহিদি জনতা।


শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর মার্চ ফর গাজা কর্মসূচি পালনের জন্য পৌর সভার সকল মসজিদের মুসল্লীরা ঈমানী দায়িত্ব নিয়ে একের পর এক পঞ্চগড় শেরে বাংলা পার্কে জড়ো হন। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে পুরো শহর। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এর পর তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় শহরের গোল চত্ত্বর এলাকা থেকে জজ কোর্ট হয়ে আবার গোল চত্ত্বর এলাকায় এসে সমাবেশ হয়। সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়। অবিলম্বে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি হামলা বন্ধে বক্তারা জাতিসংঘ ও ওয়াইসির হস্তক্ষেপ কামনা করেন।


এসময় বক্তারা ভারতীয় মুসলমানদের ওপর জুলুম ও অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান মুসল্লীরা। শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ করা হয়। এ সময় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ৫০ টি মসজিদের ইমামসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com