নড়াইলে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা, ঘাতক আটক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ২২:৩৬
নড়াইলে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা, ঘাতক আটক
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় নড়াইল জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সস্পাদক আব্দুল্লাাহ আল-মামুন(৪৭) কে পিটিয়ে হত্যা করেছে একজন কাঁচামাল ব্যবসায়ী। ঘটনার পর পুলিশ ঘাতক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


নিহত শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১২৯৫) এর নির্বাচিত সাধারণ সম্পাদক। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রবিবার (৩০মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় এ হত্যার ঘটনাটি ঘটেছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে কাঁচামাল কেনার জন্য আব্দুল্লাহ-আল-মামুন লক্ষীপাশা চৌরাস্তা বাজারে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় কাঁচামাল আলু কেনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুনের সাথে দোকানদার ইদ্রিস শেখের তর্ক-বির্তক হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ-আল-মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করে। এ সময় মামুন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু হাসনাত আব্দুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে ঘাতক ইদ্রিস শেখ (৬০) কে আটক করেছে। ঘাতক ইদ্রিস শেখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষীপাশা চৌরাস্তা বাজারে কাঁচামাল ব্যবসায়ী।


লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com