দৌলতপুরে
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ মাদককারবারী গ্রেপ্তার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০০:২৮
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ মাদককারবারী গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে মেহেদী হাসান নামে শীর্ষ মাদককারবারী গ্রেপ্তার হয়েছে।


২৯ মার্চ, শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি একই ইউনিয়নের বাড়ি হিসনাপাড়া গ্রামে।


কুষ্টিয়া সেনাক্যাম্প সূত্র জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী মেহেদী হাসানকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।


পরে তাকে অস্ত্রসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে কুষ্টিয়া সেনাক্যাম্প সূত্র জানিয়েছে।


উল্লেখ্য, মেহেদী হাসান এলাকায় মাদকের গডফাদার নামে পরিচিত। তার এ মাদক ব্যবসা দৌলতপুর সীমান্ত এলাকা থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com