
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দরিদ্র পরিবারের মাঝে বিজিবি ঈদ উপহার সামগ্রী ও গবাদি পশু বিতরণ করেছে।
২৯ মার্চ, শনিবার সকাল ১০টায় উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও গবাদি পশু বিতরণ করা হয়।
কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান সীমান্তবর্তী আতারপাড়া এলাকার ৪২ জন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কোজ মসুন ডাল, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৪০০ গ্রাম মুড়ি ও ১ কেজি পোলাও চাল তুলে দেন।
পরে তিনি মনিরুল ইসলাম কালু (১১) নামে এক এতিম শিশুকে স্বাবলম্বী হওয়ার জন্য একটি গবাদি পশু গরু উপহার দেন। এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে বেলা ১১টায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান উদয়নগর সীমান্ত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে পদ্মার ভাঙ্গরোধে স্থানয়ী বাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
ছবি : বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]