'আওয়ামী নেতারা আঙুল ফুলে বটগাছ হয়ে গিয়েছিল'
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০০:১২
'আওয়ামী নেতারা আঙুল ফুলে বটগাছ হয়ে গিয়েছিল'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামীলীগের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয় নাই তারা বট গাছ হয়ে গিয়েছিল। তারা পুকুর চুরি করে নাই সাগর চুরি করেছে। দেশের সম্পদ লুট করে নিজেরা বিলাশবহুল জীবনযাপন করেছে। সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।


শনিবার (২৯ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের আয়োজন করেন নরসিংদী জেলা ছাত্রদল।


খায়রুল কবির খোকন আরো বলেন, দীর্ঘ ১৬ বছর আইনের কোন শাসন ছিল না। বিচার বিভাগ ছিল পরাধীন। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলায় হয়রানিসহ নানাভাবে দেশে একটা অরাজকতার সৃষ্টি করে রেখেছিলো বিগত জালিম সরকার। দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে দিয়েছে। যার কারণে ধনী আরো ধনী হয়েছে গরিব হয়েছে আরো গরিব। ধনী গরিবের বৈষম্য দিনদিন বেড়েই গিয়েছিল।


তিনি বলেন, আগামী নির্বাচন হবে অবাধা সুষ্ঠু ও নিরপেক্ষ। যেখানে ভোটার তার ভোট প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবেন। তারেক রহমান বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তবে দেশে ধনী গরিবের কোন বৈষম্য থাকবে না।


নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com