আবদুর রহিম স্মৃতি পাঠাগারের ঈদ খাদ্যসামগ্রী পেল পাঁচশ মানু্ষ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২৩:৫৪
আবদুর রহিম স্মৃতি পাঠাগারের ঈদ খাদ্যসামগ্রী পেল পাঁচশ মানু্ষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে পাঁচশ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


২৯ মার্চ, শনিবার দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এসময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ ফরিদ, ইউপি সদস্য মুজিবুর রহমান, এনজিও সংগঠক এ কে এম বাবুল হক, সমাজসেবী সায়েদুর রহমান খান টুটুল, গ্রামবাসীর মধ্যে জাফরুল ইসলাম বেলাল, রেজাউল হক বুলু, আশরাফুল হক রিজেন, ইকরামুল হক তামিম,মোফাস্সেল হক সেম্পু, রাজিব উদ্দিন রাজু, মোঃ উসমান, নাজমুল হক রুবেল, সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


খাদ্য সামগ্রী বিতরণের আগে দোয়া পরিচালনা করেন জালশুকা মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন। সাদেকপুর পশ্চিম, বর্তমানে বড়াইল ইউনিয়নের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারের উদ্যােগে প্রতিবছর ২৮ রমজানে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com