
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি)।
সংস্থার প্রজেক্ট স্বাবলম্বন’র উদ্যোগে শনিবার (২৯ মার্চ) বিকেলে বিনামূল্যে ১১ নারীকে এ সেলাই মেশিন প্রদান করা হয়।
লামা প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার চেয়ারম্যান ড. মো: মুহিব উল্লাহর সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লামা উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা শাখার আমীর মুহাম্মদ ইব্রাহীম কাজী, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন।
সংস্থার চেয়ারম্যান ড. মুহিব উল্লাহ বলেন, প্রতি বছরের মত এ বছরও উপজেলার ১১ জন বেকার নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]