ব্রাহ্মণবাড়িয়ায়
ঈদ উপলক্ষে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২৩:৪৪
ঈদ উপলক্ষে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদের আগে নিজেদের পছন্দ করা পোশাক উপহার হিসেবে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দেড়শতাধিক এতিম, ছিন্নমূল পথশিশু, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিতরা।


‘আমরাও কিনুম ঈদের খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র পক্ষ থেকে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।


২৯ মার্চ, শনিবার দুপুরে থেকে জেলার বিভিন্ন উপজেলার এতিম, প্রতিবন্ধী, প্রকৃত ছিন্নমূল পথশিশুসহ সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সীদের নিয়ে শহরের সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে তাদের পছন্দসই কাপড় কিনে দেয়া হয়। শিশুরা তাদের পছন্দমত থ্রিপিস, শার্ট-প্যান্ট, টি-শার্ট এবং বয়স্করা নিজেদের পছন্দের লুঙ্গী, পাঞ্জাবী ও শাড়ী কিনে নেন। নিজেদের পছন্দের কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা। কারো কারো চোখে ছিল আনন্দের অশ্রæধারা। পরে তাদের প্রত্যেকের হাতে সেমাই, দুধ, চিনিসহ নানান ধরণের ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।


এ সময় বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা ও হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার এডমিন এডভোকেট লুতফুর রহমান রাসেল, খালেদ হাসান আজাদ, এনামুল হক রিমন, মোঃ জুনায়েদ ভুইয়া,স্বাস্থ্য সহকারী সুজন খান, ফায়েজুর রহমান, আরিফ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com