বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২৩:৪২
বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বীরগঞ্জে দিলারা বেগম (৫৬) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


শনিবার (২৯ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত দিলারা ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। এঘটনায় থানা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম রহস্য উদঘাটনে কাজ করছে।


থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের শযনকক্ষে দিলারা বেগমের গলায় ধারালো অস্ত্রের ও মাথায় ইটের একাধিক আঘাত চিহ্ন পাওয়া যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দিলারা বেগম পল্লী দারিদ্র্য বিমোচনে চাকরি করতেন। ৬/৭ বছর পূর্বে তিনি অবসরে যান এবং সে ওই ঘরে একাই বসবাস করতো। তার চাকরির জীবনের পেনশনের ২০/২৫ লাখ টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কোনো সন্তান নেই। তার একটি পালিত মেয়ে রয়েছে।


পালিত মেয়ে আভা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে দেখি মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।


বীরগঞ্জ থানার পুলিশ আব্দুল গফুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com