
পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা শহরের মসজিদ পাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর মানবসম্পদ, মিডিয়া ও তথ্য, আইটি সেক্রেটারি এবং জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আধ্যাপক ইকবাল হোসাইন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড় শহর শাখার আমীর মাওলানা জয়নাল আবেদীন।
এর আগে, জেলা জামায়াতে ইসলামীর জেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পঞ্চগড়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]