
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় যুথী আক্তার (২০) ও দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এসময় নিহতের স্বামী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হয়।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও নিহত সিয়াম তাদের ছেলে। আহত অন্যরা হলে শরীফের ভাগিনা রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তবে চালকের নাম নাম জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল ও নিহত যুথীর বাবা রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুথীর বাবা রহমত উল্যা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জুথীর বুকে ব্যাথা উঠলে তাকে অটোরিকশাযোগে সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। এসময় স্বামী শরীফ, ছেলে সিয়াম, ভাগিনা রাজা ছিলেন। তাদের বহনকৃত অটোরিকশাটি মজুচৌধুরীর হাট সড়কের কাচারিবাগ এলাকায় আসলে ঘটনাস্থলে জোনাকি ও শাহী নামক দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গেলে শাহী বাসটি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যুথী নামে একজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের ঢাকা পাঠানো হয়। এরমধ্যে ঢাকা নেওয়ার পথে নিহত যুথীর শিশুপুত্র সিয়ামও মারা যায়
নিহত জুথীর বাবা রহমত উল্যা বলেন, বাসচাপায় আমার মেয়ে ও নাতি মারা গেছে। তিনজনকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আমার বাড়িতে নিয়ে এসেছি।
সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এরধ্যে একজন হাসপাতাল আনার আগেই মারা গেছে। অন্যদেরকে ঢাকা পাঠানো হয়।
বিবার্তা/সুমন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]