সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৯:৫৯
সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম খাল খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় ছোট চৌগ্রাম বাজার এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেকুজ্জামান রঞ্জু, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কাদিরুল আনাম লেমন, ছোট চৌগ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন শাহিন, কৃষক আজাদ, আবুল হোসেন প্রম‚খ।


মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ী বাঁকা দীঘির পার্শ্বে ব্রীজ থেকে ছোট চৌগ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এ খালটি বারনই-আত্রাই নদীর সাথে সংযোগ সৃস্টি করেছে। এক সময় এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন করা হতো, প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করা হতো।


কিন্তু প্রায় ৮ বছর ধরে অবৈধ দখল ও দ‚ষণে খালটি এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত পানি চলাচল। খাল দখল ও ব্রীজের দুপাশ বন্ধ করে খনন করা হয়েছে প্রায় ৮টি অবৈধ পুকুর।


খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ নাটোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং বিএডিসি অফিস'সহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান বক্তারা।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com