রাজশাহী মোহনপুর থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ২ আসামি গ্রেফতার
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৯:৩৯
রাজশাহী মোহনপুর থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ২ আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর মোহনপুরে এক কৃষককে অপহরণ করে মাথা এবং মগজ বিচ্ছিন্ন করে চাঞ্চল্যকর ও নারকীয় হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।


বুধবার (২৬ মার্চ) সকালে র‌্যাব-৫ রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতার আসামিরা হলেন মোহনপুর উপজেলার ধুরইল এলাকার রুস্তম আলীর ছেলে রাসেল (২৪) এবং শরিফুল ইসলাম (৩৫)।


র‌্যাব জানায়, ২৬ মার্চ রাত পৌনে দুইটার দিকে ফরিদপুরের সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকায় অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেফতার করা হয়। আসামিরা নিহত ভিকটিম মো. আলতাব আলীর প্রতিবেশী। এজাহারনামীয় প্রধান ৫ আসামির সঙ্গে পূর্বে জমি-জমা ও রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলছিল। গত ৯ মার্চ রাত ৮টার সময় বাদী ও নিহত ভিকটিম বাড়িতে আসার পথে আসামী শরিফুল গভীর নলকূপ থেকে জমিতে পানি নেওয়ার জন্য বাদী ও নিহত ভিকটিমকে জমিতে যেতে বলেন।


র‌্যাব আরও জানায়, পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিহত ভিকটিম জমিতে পানি নেওয়ার উদ্দেশ্যে গেলে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে নিহত ভিকটিম ও শরিফুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এজাহারনামীয় অন্যান্য আসামিরা লাঠি-শোঠা নিয়ে এসে ভিকটিমকে মারপিট করে, রক্তাক্ত জখম করে এবং অপহরণ করে। অপহরণের পর থেকেই আসামিরা এলাকা থেকে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। পরে, ভিকটিমকে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেলে উক্ত জমিতে মানুষের মাথার মগজ সদৃশ কিছু দেখতে পান, যা সন্দেহের উদ্রেক করে।


সংস্থাটি জানায়, পরবর্তী ৬ দিন নিখোঁজ থাকার পর, ১৬ মার্চ মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের কাছে জমিতে এলাকার অপর কৃষকরা পানি সেচ দিতে গেলে একটি মাথাহীন লাশ ডোবায় পাওয়া যায় এবং লাশটি ভিকটিমের বলে শনাক্ত করা হয়। এই নারকীয় হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় মোহনপুর থানায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেন।


র‌্যাব-৫ রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ নামক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের প্রধান আসামি রাসেল (২৪) এবং শরিফুল ইসলাম (৩৫)কে ২৬ মার্চ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com