
পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ মার্চ, বুধবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। একই স্থানে পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল, প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ফুলল দিয়ে দিবসটির যাত্রা শুরু করেন এবং এর পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন।
বিবার্তা/রবিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]