
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ, বুধবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে শহীদ মিনারে পুষ্পস্তবক আর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক এলআর, মাহাবুবুর রহমান, সুলতান মাহামুদ, আল-হেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহŸায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহŸায়ক মেহেদি হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুর-নবী, সংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতার্কীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভুমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]