মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হিলি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৬:৪৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হিলি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মীদের সংগঠন হিলি প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলার সূর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে।


বুধবার (২৬ মার্চ) সকাল ৬ টা ২ মিনিটে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা।


এসময় হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।


এ সময় গণমাধ্যম কর্মীরা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভীষিকা নির্যাতন ও নির্মম গণহত্যার হাত থেকে বাঙালি জাতিকে বাচঁতে এবং তাদের অধিকার ছিনিয়ে নিতে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ও যুদ্ধের পরে লাখ ও শহীদদের আত্মত্যাগ এবং মা বোন সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা। সেই সাথে সম্প্রীতি আবার ও পেয়েছি নতুন স্বাধীনতা। ১৯৭১ সালে সে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com