
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা—সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও দোকান পাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, নরসিংদীর ডিডিএলজি মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
বিকেলে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]