খানসামায়
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বাধীনতার গৌরবময় উদযাপন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৬:৪০
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বাধীনতার গৌরবময় উদযাপন
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (২৬ মার্চ) সকালে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।


এরপর এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করার আহ্বান জানান। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে ঈদ উপহার প্রদান করা হয়।


সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার বলেন, আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। উপজেলা প্রশাসন আমাদের সম্মানিত করায় আমরা কৃতজ্ঞ।


বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খায়রুল আলম বলেন, স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছি, তা কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। তাঁদের ত্যাগ ও বীরত্বের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।


এদিন সূর্যোদয়ের সাথে খানসামা উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫-এর কর্মসূচি শুরু হয়।


পরবর্তীতে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এছাড়াও খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


বিবার্তা/জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com