নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৬:৩৬
নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ, বুধবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।


সূর্যোদয়ের সাথে সথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু ।


এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জাতীয়তাবাদী দল-বিএনপি ও বিভিন্ন সামজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।


পরে সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু । এরপর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।


পরে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু ও থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম।


এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/মুনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com