
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ মোনাজাত সংক্রান্ত চিঠির জেরে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে-কে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন।
পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত রফিক স্বাক্ষরিত চিঠিতে তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানানো হয়।
অন্যদিকে হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।
সূত্র জানিয়েছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ থেকে বিশেষ মোনাজাতের জন্য সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়।
গত ২০ মার্চ সই করা চিঠিতে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে উল্লেখ করেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওইদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।
কিছুক্ষণ পর 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা' অংশটুকু বাদ দিয়ে একই তারিখ উল্লেখ করে সংশোধিত আরেকটি চিঠি ইস্যু করেন নমিতা দে।
জানতে চাইলে তিনি বলেন, 'প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে সই করিয়ে নেন। বিষয়টি জানার পর আমি দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছি।'
তার দাবি, হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন।
এই অভিযোগের ব্যাপারে জানতে হামিদা খাতুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নমিতা দে-কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে এবং হামিদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]