শ্রীবরদী উপজেলার ঝগড়াচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২২:৪৯
শ্রীবরদী উপজেলার ঝগড়াচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অথচ জনগণই হচ্ছে ভোটের মালিক, যা তারা ভুলে গিয়েছিল। মানুষের কোনো মূল্যায়ন ছিল না। ফলে একটা সময় মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছিল।’


২৪ মার্চ, মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়াচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিভিন্ন দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে প্রায় ছয় হাজার মানুষ অংশ নেন।


বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর পর উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে ইফতার মাহফিল ও নানা কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাধারণ জনগণের চেয়ে বড় কেউ নয়। সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্যে আগ্রহ নিয়ে বসে আছে, ভোট হলেই আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে বিএনপি সরকার গঠন করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।’


মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম। এতে ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন দুলাল।


দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com